রোববার (০৫ নভেম্বর) দুপুরে র্যাব-১৩, গাইবান্ধা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
রেজাউল করিম ফুলছড়ি উপজেলার ঘোলদহ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (০৪ নভেম্বর) ফুলছড়ি উপজেলার ঘোলদহ এলাকা থেকে রেজাউল করিমকে আটক করা হয়। আটককালে তার কাছে থেকে একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি শুটারগান, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগসহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়। দেশের বিভিন্ন থানায় রেজাউলের নামে খুন, ধর্ষণ, অপহরণ, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এনটি