ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় জাটকা ধরার দায়ে ৪০ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
ভোলায় জাটকা ধরার দায়ে ৪০ জেলে আটক ভোলায় জাটকা ধরার দায়ে আটক ৪০

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে ভোলার মেঘনা থেকে ৪০ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। এ সময় ৭০ হাজার মিটার কারেন্ট জাল, ২০ কেজি জাটকা ও ৯টি ট্রলার জব্দ করা হয়।

রোববার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তুলাতলী পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।
 
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার ডিকসন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ডের একটি টিম মেঘনা অভিযান পরিচালনা করে।

এ সময় মেঘনার তুলাতলীসহ বিভিন্ন পয়েন্ট থেকে জাল, মাছ ও ট্রলারসহ ৪০ জেলেকে আটক করে।

আটক জেলেদের প্রত্যেককের কাছ থেকে ৩ হাজার টাকা করে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো এতিম খানায় বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।