রোববার (০৫ নভেম্বর) সকালে নব নির্বাচিত কমিটির সভাপতি সুবাস চন্দ্র জয়ধরের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক এসএম হুমাযূন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র এইচ এম অহেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদের সদস্য মাজাহারুল আলম পান্না, দেবদুলাল বসু পল্টু, নজরুল ইসলাম হাজরা মন্নু, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, মাইকেল ওঝা, খোকন বালা, হান্নান শেখ, নবগঠিত কমিটি ও সহযোগী সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
আরবি/