ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণের পর হত্যা, চাচার ফাঁসির আদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
ধর্ষণের পর হত্যা, চাচার ফাঁসির আদেশ

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার গুচ্ছগ্রামে সৎ ভাতিজিকে ধর্ষণের পর হত্যার দায়ে সাইফুল ইসলাম (২০) নামে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (০৫ নভেম্বর) দুপুরে নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় দেন।  

ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৫ সালের মার্চে সদর উপজেলার গুচ্ছগ্রামে সাড়ে ছয় বছর বয়সী সৎ ভাতিজিকে ধর্ষণের পর হত্যা করেন চাচা সাইফুল। এ ঘটনায় তার বাবা সিরাজ মিয়া বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭ 
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।