ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে টমটম চাপায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
হোসেনপুরে টমটম চাপায় কিশোর নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ইঞ্জিনচালিত টমটম চাপায় আতিকুর রহমান (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (০৫ নভেম্বর) দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আতিকুর রহমান হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের আ. হেকিমের ছেলে।

 

স্থানীয়রা জানান, দুপুরে আতিকুর দেওয়ানগঞ্জ বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার সময় একটি ইঞ্জিনচালিত টমটম নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আতিকুর মারা যায়। পরে স্থানীয়রা চালকসহ টমটমকে আটক করে।

জিনারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আ. ছালাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।