ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় জলসীমায় আশ্রয় নেওয়া ১৭ বাংলাদেশিকে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
ভারতীয় জলসীমায় আশ্রয় নেওয়া ১৭ বাংলাদেশিকে হস্তান্তর ভারতীয় জলসীমায় আশ্রয় নেয়া ১৭ বাংলাদেশিকে হস্তান্তর

সাতক্ষীরা: ট্রলার নষ্ট হয়ে ভারতীয় জলসীমায় আশ্রয় নেওয়া ১৭ বাংলাদেশি জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। এ সময় নষ্ট ট্রলার ‘এমবি জিন্দাপীর’ও হস্তান্তর করা হয়।

রোববার (০৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্তের কালিন্দি নদী পথে ভারতের নামখানা থানার পুলিশ তাদের শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এসব জেলেদের বাড়ি বাগেরহাট ও কক্সবাজার জেলায়।

হস্তান্তর প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরার নীলডুমুর-১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এনামুল আরিফ সুমন, উপ অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান এবং ভারতের পক্ষে নামখানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকেশসহ বিএসএফ সদস্যরা অংশ নেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বাংলানিউজকে জানান, ২৭ সেপ্টেম্বর মাছ ধরার সময় ১৭ জেলেকে বহনকারী ট্রলার ‘এমবি জিন্দাপীর’ বিকল হয়ে পড়ে। এরপর তারা ভারতীয় জেলে ও নামখানা থানার সহায়তায় ভারতীয় সীমান্তে আশ্রয় নেন। দুপুরে তাদের শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।