চাকরি নিয়মিত করার দাবিতে রোববার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লক্ষ্মীপুর সড়ক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
বাংলাদেশ সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে জেলা শাখা।
এসময় সভায় বক্তব্য রাখেন- সংগঠনের জেলা সভাপতি মো. নুরুল আমিন ও সাধারণ সম্পাদক মনোয়ারুজ্জামান প্রমুখ।
বক্তারা জানান, সওজ শ্রমিক-কর্মচারীদের চাকুরি নিয়মিত করতে হবে। দাবি মেনে না নেওয়া হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মানববন্ধন, স্মারকলিপি দেওয়া, পূর্ণদিবস কর্মবিরতি পালনসহ ঢাকায় অবস্থান ধর্মঘটের ডাক দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
ওএইচ/