ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কোনো পর্যটকের আগমন ১১ জনের কর্মসংস্থান সৃষ্টি করে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
কোনো পর্যটকের আগমন ১১ জনের কর্মসংস্থান সৃষ্টি করে বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি

নড়াইল: বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, কোনো এলাকায় একজন পর্যটকের গেলে সঙ্গে সঙ্গে ১১ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়। অর্থাৎ রিসোর্টে থাকা, হোটেলে খাওয়া, বাজার থেকে পণ্য কেনা, যাতায়াতসহ বিভিন্ন ভাবে একজন পর্যটকের আগমন কর্মসংস্থান সৃষ্টি করে।

রোববার (৫ নভেম্বর) দুপুরে নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ইকোপার্কের মাস্টার প্ল্যানের ফলক উন্মোচন এবং পর্যটন শিল্পের সম্ভবনা ও করণীয় নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী আরো বলেন, জাতীয় আয়ে পর্যটন শিল্প বিশেষ অবদান রাখছে।

হাটবাড়ি ইকোপার্ক নির্মাণের জন্য আগামী অর্থ বছরে বরাদ্দ দেয়া হবে। নড়াইল জেলাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার জন্য সরকার সার্বিক সহযোগিতা করবে। যে প্রকল্প তৈরি করা হয়েছে, তাতে প্রায় ৭৫ কোটি টাকা ব্যয় হবে।
 
জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন, নারী নেত্রী আঞ্জুমান আরা বেগম প্রমুখ।
 
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহাবুবুর রশীদ ও মো. কামরুল আরিফসহ জেলার বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।