রোববার (৫ নভেম্বর) বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপ শেষে ঢাকায় সফররত মার্কিন আন্ডার সেকেন্ডারি (রাজনীতি বিষয়ক) টমাস শ্যানন সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
সংলাপ শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, সংলাপে রোহিঙ্গা সমস্যা নিয়ে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক মূল্যায়ন সংক্রান্ত কর্মকর্তা পর্যায়ের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এ সংলাপ ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হলো। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে এটি তৃতীয় সংলাপ।
সংলাপ শেষে শহীদুল হক ও টমাস শ্যানন যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।
সংলাপে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের যৌথ স্বার্থ ও সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে রোহিঙ্গা সংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে উপস্থাপন করে বাংলাদেশ। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি এবং তথ্য বিনিময় সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়েছে।
সংলাপে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনসহ বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
কেজেড/আরআর