ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদান পেলেন সাংবাদিক সুভাষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদান পেলেন সাংবাদিক সুভাষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদান পেলেন সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী।

‌রোববার (০৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন তার হাতে  প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক অনুদানের ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আবদুল বারী উপস্থিত ছিলেন।

 

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ খুলনায় চিকিৎসা নেন।

এদিকে চেক হাতে পেয়ে সাংবাদিক সুভাষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুলনা বিভাগের সদ্য সাবেক বিভাগীয় কমিশনার আবদুস সামাদ ও সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিনকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।