আটক কামলা গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকার মৃত আজাহার হাওলাদারের ছেলে।
রোববার (৫ নভেম্বর) দুপুরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. জাকারিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এর আগে, সকালে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা পৌরসভার মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কামলাকে আটক করা হয়।
গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) সুদেপ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এমএস/আরআইএস/