ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গলাচিপায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
গলাচিপায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক গলাচিপায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা থেকে এক হাজার ১০৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কামলা হাওলাদার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক কামলা গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকার মৃত আজাহার হাওলাদারের ছেলে।

রোববার (৫ নভেম্বর) দুপুরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. জাকারিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এর আগে, সকালে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা পৌরসভার মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কামলাকে আটক করা হয়।

গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই)  সুদেপ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।