ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিসিকে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
সিসিকে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বাসিন্দাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। রোববার (০৫ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

এদিন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক, সাবেক মেয়র বদরউদ্দিন কামরান, সঙ্গীতে একুশে পদকপ্রাপ্ত সুষমা দাস, ক্রীড়া সংগঠক মারিয়ান চৌধুরীসহ ৭ জনের হাতে স্মার্ট কার্ড তুলে দেন নির্বাচন কমিশনার।  

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মার্ট কার্ড নিয়ে বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এনডিসি, পিএসসি।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কমিশনের সচিব হেলালুদ্দিন আহমদ, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান।

সিলেটের নির্বাচনী কর্মকর্তারা জানান, ৭ নভেম্বর থেকে সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডে স্মাট কার্ড বিতরণ শুরু হবে। পর্যায়ক্রমে ২০১৮ সালের ৯ মে পর্যন্ত ২৭টি ওয়ার্ডে প্রায় ৩ লাখ ৫ হাজার স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।