ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিপিএটিসিতে পাবলিক সার্ভিস বিষয়ে আর্ন্তজাতিক সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
বিপিএটিসিতে পাবলিক সার্ভিস বিষয়ে আর্ন্তজাতিক সম্মেলন বিপিএটিসিতে পাবলিক সার্ভিস বিষয়ে আর্ন্তজাতিক সম্মেলন। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) বিভিন্ন দেশের প্রশিক্ষণার্থীদের নিয়ে দুই দিনব্যাপী সাউথ ও সাউথ এশিয়ান পাবলিক সার্ভিস বিষয়ে আর্ন্তজাতিক সম্মেলন উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) দুপুরে সাভারের বিপিএটিসির অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সম্মেলনে বাংলাদেশের শতাধিক প্রার্থী ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, ভারত, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলংকা, জাপান ও চীনের ১৯ জন প্রার্থী এ সম্মেলনে নেন।


 
সম্মেলনে প্রশিক্ষণার্থীরা পাবলিক সার্ভিস বিষয়ে তাদের কর্মক্ষেত্রে অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি বিষয়টি কার্যক্রম নিয়ে আলোচনা করেন।  
 
বিপিএটিসির চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সভাপত্বিতে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রাণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজ্জামেল হক খান।
 
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।