রোববার (৫ নভেম্বর) সকালে ও শনিবার (৪ নভেম্বর) দিনগত রাতে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন-গোপালগঞ্জের মধুপুর এলাকার আহম্মদ আলীর ছেলে মনির হোসেন (৩৪), টাঙ্গাইল সদর থানার কেশমাইজার এলাকার আব্দুল হালিমের ছেলে কাওছার আলী (২০), গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আরব আলী (৩২) ও কুড়িগ্রামের ভুড়িঙ্গামারি থানার বড়তেরছড়া এলাকার আব্দুল হামিদের ছেলে মোফাজ্জল হোসেন (৩০)।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন জানান, ভিকটিম শনিবার (৪ নভেম্বর) সকালে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে মনির হোসেন ও কাওসার আলীকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে রোববার সকালে মোফাজ্জল হোসেন ও আরব আলীকে কোনাবাড়ী এলাকা থেকে আটক করে।
কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা ধর্ষণের কথা স্বীকার করেছে। ভিকটিমকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
আরএস/আরআর