ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের দেখতে আসছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
রোহিঙ্গাদের দেখতে আসছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জিগমার গাব্রিয়েল

ঢাকা: রোহিঙ্গা সংকট পরিদর্শনে আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ সফরে আসবেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জিগমার গাব্রিয়েল।

রোববার (৫ নভেম্বর) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত টমাস প্রিনজ এ কথা জানান।

পায়রা ১৩২০ মেগাওয়াট থার্মাল পাওয়ার প্লান্ট প্রকল্প সংলগ্ন এলাকায় ৩৬০০ মেগাওয়াট এলএনজি টু পাওয়ার প্রকল্প বাস্তবায়নে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং সিমেন্স জার্মানির মধ্যে চুক্তি স্বাক্ষর করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে যে মানবিক ভূমিকা পালন করেছে, তা সারাবিশ্বের জন্য অনুকরণীয়। জার্মানি সবসময়ই বাংলাদেশের সঙ্গে আছে।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু পর্যবেক্ষণ করতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গাব্রিয়েল আগামী ১৯ নভেম্বর ঢাকায় আসবেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।