রোববার (৫ নভেম্বর) বিকেলে পুলিশ শম্ভুকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শম্ভু উপজেলার জামতৈল গ্রামের রবীন্দ্রনাথ দাসের ছেলে।
এর আগে শনিবার (৪ নভেম্বর) গভীর রাতে জামতৈল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান বাংলানিউজকে জানান, শম্ভুর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এসআই