ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় সরকারি ৮ কর্মকর্তাকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
শৈলকুপায় সরকারি ৮ কর্মকর্তাকে শোকজ শৈলকুপায় সরকারি ৮ কর্মকর্তাকে শোকজ

ঝিনাইদহ: দেরিতে অফিসে আসায় শৈলকুপায় ৮ কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশসহ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে নোটিশ দেওয়ার জন্য জেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন।

রোববার (৫ নভেম্বর) সকালে শৈলকুপা উপজেলা পরিষদের প্রতিটি দপ্তর পরিদর্শন করে তিনি এ নির্দেশ দেন।

জানা যায়, রোববার সকাল ৯টায় শৈলকুপা উপজেলা পরিষদে হাজির হন জেলা প্রশাসক।

সেখানে গিয়ে তিনি প্রতিটি দপ্তর পরিদর্শন করেন। অফিস খোলা হলেও অফিস প্রধান আসেননি। একে একে যুব উন্নয়ন, সমাজসেবা, আনসার ভিডিপি, মৎস্য অধিদপ্তর, বিআরডিবি, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি অফিস পরিদর্শন শেষে কাউকে পেলেন না তিনি। এছাড়া অন্যান্য অফিসের কর্মকর্তারা এসেছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, জনগণের সেবা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধ পরিকর। কিন্তু জেলার অনেক সরকারি দপ্তরের প্রধানগণ সঠিক সময়ে অফিসে আসেন না, এমন অভিযোগ পেয়ে রোববার শৈলকুপা উপজেলা পরিষদ পরিদর্শন করেছি। সেখানে গিয়ে এর সত্যতা পেয়েছি। আমার একটাই উদ্দেশ্য জনগণের কাছে সঠিকভাবে সরকারি সেবা পৌঁছে দেয়া। জেলার কোনো কর্মকর্তা বা কর্মচারী অফিস ফাঁকি দিবে এটা বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন, সরকার সরকারি কর্মকর্তাদের অনেক সুযোগ-সুবিধা দিয়েছে। এজন্য তাদেরও জনগণকে সঠিকভাবে সেবা দিতে হবে।

পরিদর্শন শেষে সব দপ্তরের জেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যেন অনুপস্থিত কর্মকর্তাদের শোকজ করা হয়।

এমন আকস্মিক পরিদর্শনে হতবাক উপজেলার কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ।

এদিকে, উপজেলার বাইরে থাকা অনেকেই বলেছেন, জেলা প্রশাসকের এমন কাজ সত্যিই প্রশংসনীয়। এতে উপজেলা তথা জেলার উন্নয়ন হবে আর ফাঁকিবাজ কর্মকর্তারা কাজ করবে। এমন জেলা প্রশাসক যদি সব জেলায় থাকতো তবে দেশ আরও এগিয়ে যেত।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।