রোববার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের সরাবদিনগর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। বৃষ্টি ওই এলাকার দিনমজুর রমজান আলীর মেয়ে।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশি জানান, স্থানীয় এক ব্যক্তি বৃষ্টিকে বিয়ে করার জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেন। এতে সে রাজি না হওয়ায় দুপুরে খালি বাড়িতে পরিকল্পিতভাবে বৃষ্টিকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান ওসি মো. লুৎফর।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
আরআইএস/