নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ফিটনেস ও লাইসেন্স না থাকায় ছয় বাসচালককে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ বসাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস মোড়ে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
বড়াইগ্রাম উপজেলা ভূমি অফিসের নাজির আব্দুল আজিজ বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনা রোধে সকাল থেকে দুপুর পর্যন্ত ফিটনেস বিহীন বাস, লাইসেন্স বিহীন চালক ও অতিরিক্ত যাত্রীবাহী পরিবহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
এসময় চালকের লাইসেন্স না থাকা, ছাদে যাত্রী পরিবহন ও বাসের ফিটনেস সনদ না থাকায় ছয়টি বাসের চালককে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এসআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।