ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুর সরকারি কলেজে ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
শরীয়তপুর সরকারি কলেজে ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ৯

শরীয়তপুর: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুর সরকারি কলেজে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় নয় জনকে আটক করেছে পুলিশ।

রোববার (০৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ হোস্টেল ও ক্লাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- রাতুল হোসেন (১৮), ইকরাম হোসেন (২১), রাকিব হাসান (১৯), মোক্তার হোসেন (১৯), মিন্টু মাদরব (১৮), সজীব হাওলাদার (২০), ইমন সরদার (১৮), আসিফ খান (১৮) ও রাসেল মোল্যা (১৮)।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে শরীয়তপুর সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ কলেজ হোস্টেল ও আশপাশে অভিযান চালিয়ে বহিরাগতসহ মোট ১১ জনকে আটক করে। পরে আটকদের মধ্যে নয়জন কলেজ ও হোস্টেলের আইডি কার্ড দেখাতে না পারায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুই জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।