রোববার (০৫ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি এজমা রোগে আক্রান্ত ছিলেন।
শামসু বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের কুকরারাই গ্রামের বাসিন্দা।
কিশোরগঞ্জ আদালতের কোর্ট পরিদর্শক হুমায়ুন কবীর আকন্দ বাংলানিউজকে জানান, দুপুরে শামসুকে আদালতে হাজির করা হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা ইকবাল হায়াত বাংলানিউজকে জানান, সকালে ওয়ারেন্টভুক্ত আসামি শামসুকে গ্রেফতার করে দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হলে তিনি অসুস্থ পড়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
আরবি/