ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
রংপুরে নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ রংপুরে নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ

রংপুর: রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও নগরীতে বর্তমান মেয়র শরফুদ্দীন আহমেদ ঝন্টুর লাগানো বিলবোর্ড, পোস্টার ও ব্যানার অপসারণ না করার প্রতিবাদে নির্বাচন অফিস ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে আওয়ামী লীগের আরেক মনোনয়ন প্রত্যাশী রাশেক রহমানের সমর্থকরা।

রোববার (৫ নভেম্বর) সচেতন নাগরিক ব্যানারে রংপুর আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। দেড় ঘণ্টা সেখানে অবস্থানের পরে আঞ্চলিক নির্বাচন অফিসার সুভাষ চন্দ্র সরকারের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ কায়সার, জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদুন্নবী জুয়েল, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন, ছাত্রলীগ মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহির উদ্দিন, মহিলা লীগ মহানগর কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার বেগম মলি, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল গণি, সেক্রেটারি নাসিম আহমেদ সনু, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ কাওসার মামুন, যুবলীগ নেতা জুয়েলসহ অন্যান্য নেতারা।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, আগামী ২১ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রার্থী তাদের ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলেছে। তবে বর্তমান সিটি মেয়র শরফুদ্দীন আহমেদ ঝন্টু এখনও তার বিলবোর্ডসহ অনেক ব্যানার অপসারণ করেননি। একইসঙ্গে তিনি সরকারি গাড়িতে চড়ে জাতীয় পতাকা ব্যবহার করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।