ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
মেহেরপুরে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

মেহেরপুর: মেহেরপুরে মাদক মামলায় তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ ও জরিমানা করেছনে আদালত।

রোববার (০৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মেহেরপুরের বিশেষ ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন-  পাবনার ভাঙ্গা উপজেলার সরুটিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে আলমগীর হোসেন, একই উপজেলার নুরপুর গ্রামের এসকেন পরামানিকের ছেলে আবু সাহেদ ও শরিফুল ইসলামের ছেলে পিন্টু।

এদের মধ্যে আলমগীর হোসেনের ১৪ বছর ও আবু সাহেদের ১০ বছর কারাদণ্ড এবং দু’জনকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। এছাড়া পিন্টুকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে তারা সবাই পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ৩ ডিসেম্বর ২২৪ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এসএম রুস্তম আলী এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মারুফ আহামেদ বিজন ও রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।