রোববার (০৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার লক্ষ্মিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হাবিব ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।
র্যাব-৫ নাটোর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে তাকে তার বাড়ির পাশের একটি রাস্তা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৮ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
টিএ