ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খাবার, বিদ্যুৎ,পানি অপচয় না কমালে ঢাকা হবে ‘মৃত শহর’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
খাবার, বিদ্যুৎ,পানি অপচয় না কমালে ঢাকা হবে ‘মৃত শহর’ 'টেকসই ভোগ' শীর্ষক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: মানসুরা চামেলী

ঢাকা: খাবার, বিদ্যুৎ ও পানির মত সম্পদের অপচয় রোধ না করলে অচিরেই ঢাকা মৃত শহরে পরিণত হবে। বর্তমান ও ভবিষ্যতের কথা চিন্তা না করেই ঢাকাবাসীর মাত্রাতিরিক্ত সম্পদের অপচয়ের কারণে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।
 

রোববার (৪ নভেম্বর)  বিকেলে ঢাকার এক হোটেলে 'টেকসই ভোগ' শীর্ষক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, পরিবেশবিদ ও গবেষকরা।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য ঢাকাবাসীর মধ্যে খাদ্য, পানি ও বিদ্যুতের সঠিক ব্যবহার ও অপচয় রোধ করতে একশনএইড বাংলাদেশ ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ এই প্রচারাভিযানের উদ্যোগ নিয়েছে।

প্রচারাভিযান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রধান সমন্বয়ক মো: আবুল কালাম আজাদ।

তিনি বলেন, আমরা খাবারের প্রায় এক-তৃতীয়াংশ নষ্ট করি। যেটি পরিবেশেরও ক্ষতি করছে। পানি, বিদ্যুতের মত সম্পদ ব্যবহারের ক্ষেত্রে এই শহরের মানুষ খুবই অসচেতন। সম্পদ ব্যবহারের ক্ষেত্রে এখনই যদি সচেতন না হই, তবে অচিরেই ঢাকা মৃত শহরে পরিণত হবে।
 
তিনি আরো বলেন, স্বাস্থ্যকর ও টেকসই জীবন কাটাতে অবশ্যই আমাদের ভোগের আচরণ পরিবর্তন করতে হবে। একটি সুন্দর ও মানসম্মত শহর তৈরিতে প্রত্যেককে খাদ্য, পানি ও বিদ্যুতের মত প্রয়োজনীয় জিনিসের ব্যবহারে আমাদের দায়িত্বশীল হতে হবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১২ অর্জনের জন্য এই কাজগুলো করা দরকার।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইশতিয়াক আহমেদ বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের জীবন-যাপনের ধরনে পরিবর্তন আনতে হবে। ইতিহাস পরিবর্তনে সবসময় তরুণরাই অবদান রেখেছে। তাই এই উদ্যোগে তরুণরা এগিয়ে এলে আমরা খুব সহজেই এই লক্ষ্য অর্জন করতে পারবো।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আশাদুল ইসলাম বলেন, টেকসই ভোগের লক্ষ্য অর্জনে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। তরুণদের উচিত তাদের কথা মানুষের কাছে পৌঁছে দেয়া। কারণ তারা খুব সহজেই মানুষের কাছে পৌঁছুতে পারে।

একশনএইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির ঢাকার চিত্র তুলে ধরে বলেন, ১ কোটি ৬০ লাখ জনসংখ্যার শহর ঢাকা। ঢাকায় বসবাসরত অধিকাংশ মানুষ খাদ্য, পানি ও বিদ্যুৎ ব্যবহারে সচেতন নয়। কিভাবে পরিবেশ রক্ষা করে প্রয়োজনীয় জিনিসের টেকসই ব্যবহার করা যায়, এ বিষয়ে মানুষের ধারণা কম। ফলে ঢাকার সীমিত সম্পদেরও অপব্যবহার হচ্ছে। এতে পরিবেশেরও ক্ষতি হচ্ছে।
 
অনুষ্ঠানে সরকারের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘খাবার, বিদ্যুৎ, পানি- অপচয় থামান এখনই’-এর মতো নানা স্লোগান নিয়ে ৫০ জন সাইক্লিস্ট ঢাকা উত্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
এমসি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।