ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে গ্রাম আদালতের সচেতনতামূলক র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
রংপুরে গ্রাম আদালতের সচেতনতামূলক র‌্যালি রংপুরে গ্রাম আদালতের সচেতনতামূলক র‌্যালি, ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুর সদর উপজেলার চন্দনপাঠ ইউনিয়নে গ্রাম আদালতের সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ নভেম্বর) চন্দনপাঠ ইউনিয়ন পরিষদ ও ইএসডিওয়ের আয়োজনে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- সরদার মো. আসাদুর জামান সরকার, জাতীয় প্রকল্প সমন্বয়কারী, ইউএনডিপি, ঢাকা, আবু সাইদ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা, শামীম আহসান চৌধুরী, মতিউর রহমান, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর, তোফাজুল হোসেন, ইএসডিও প্রমুখ।

র‌্যালি শেষে চন্দনপাঠ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা ইউএনও জিয়াউর রহমান বলেন, ‘বর্তমান সরকার মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত ব্যবস্থা চালু করেছে। আমরা খুব সহজেই স্বল্প খরচে গ্রাম আদালতে সঠিক বিচার পেতে পারি। এ  বিষয়ে তাই সচেতনতা বাড়াতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সরদার মো. আসাদুর জামান বলেন, ‘গ্রাম আদালতের মাধ্যমে সরকার গ্রামের মানুষদের ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন। আমাদের সবাইকে গ্রাম আদালতের বিষয়াদি সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে’।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।