ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাঘায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
বাঘায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

রাজশাহী: রাজশাহীর বাঘায় মাদকদ্রব্য সেবনের অপরাধে শাহ আলম (২৯) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৫ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন রেজা এ সাজা দেন। পরে আদালতের নির্দেশে বিকেলে শাহ আলমকে রাজশাহী কারাগারে পাঠানো হয়।

 

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, উপজেলার কলিগ্রাম এলাকায় মাদকদ্রব্য সেবন করে গণউপদ্রবের সৃষ্টি করছিল ওই এলাকার মৃত ছইর উদ্দীনের ছেলে শাহ আলম।  

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স নিয়ে তাকে আটক করা হয়। পরে হাজির হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন রেজা। তিনি ভ্রাম্যমাণ আদালত বসালে শাহ আলম নিজের দোষ স্বীকার করেন। পরে ওই মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।