ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজৈরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ২ যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
রাজৈরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ২ যুবকের কারাদণ্ড

মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে জেএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই যুবককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৫ নভেম্বর) দুপুরে রাজৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা পারভীন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজৈর উপজেলার আলমদস্তা গ্রামের সুমন শিকদার (৩২) ও আমগ্রাম ইউনিয়নের বরদিয়া গ্রামের রাশেদ শেখ (২২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে রাজৈর পৌর এলাকায় ফটোকপির দোকান থেকে প্রশ্নের উত্তরপত্র ফটোকপি করার সময় দুই যুবককে হাতেহাতে আটক করেন ইউএনও শাহিনা পারভীন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফটোকপির দোকানি সুমনকে ১৫ দিন এবং রাশেদকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও শাহিনা পারভীন বাংলানিউজকে জানান, এক যুবক প্রশ্নপত্র সংগ্রহ করে তার উত্তর সঠিক করে ফটোকপি নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এসময় তাকে সন্দেহ হলে তল্লাশি করে জেএসসি পরীক্ষার প্রশ্নসহ উত্তরপত্রের ফটোকপি পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।