ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে টাকা আত্মসাতের অভিযোগে আইনজীবীসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
সুনামগঞ্জে টাকা আত্মসাতের অভিযোগে আইনজীবীসহ আটক ৩

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের হিসাব শাখার ১৯ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে দুই আইনজীবীসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (০৫ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আইনজীবী আটকের ঘটনা জানাজানি হলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয় আদালতপাড়া জুড়ে।

এ ব্যাপারে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, অ্যাডভোকেট রেজাউল করিম ও জেলা ও দায়রা জজ আদালতের হিসাবরক্ষক ঘেনু চন্দ্র রায়।

আটকের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য সুনামগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সন্ধ্যায় আদালত সূত্রে জানা যায়, জেলা ও দায়রা জজ আদালতের হিসাব শাখায় বিভিন্ন চলমান মামলার জামানতের টাকা জমা থাকে। স্বাক্ষর জাল করে এর মধ্যে থেকে বেশ কয়েকটা মামলার প্রায় ১৯ লাখ টাকা দুই আইনজীবী ও আদালতের কর্মকর্তারা হাতিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে রোববার আদালত প্রাঙ্গণ থেকে দুই আইনজীবী ও হিসবারক্ষণ কর্মকর্তাকে আটক করে পুলিশ।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শায়েখ আহমদ বাংলানিউজকে বলেন, যারা এ অপরাধের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক। কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম বাংলানিউজকে জানান, এ ব্যাপারে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদউল্লাহ বাংলানিউজকে বলেন, জালিয়াতির ঘটনায় দুই অ্যাডভোকেটসহ তিনজন আটক রয়েছেন। এ ঘটনায় আরো কেউ জড়িত কি না আমরা তদন্ত করছি।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।