সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন করছে: পলক
নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন করছে। এর অংশ হিসেবে নাটোরের সিংড়া পৌরসভায় নাগরিক সুবিধা নিশ্চিত করণের লক্ষ্যে ১৫.০৮ কিলোমিটার সড়ক ও ২.৯ কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে।
শনিবার (০৪ নভেম্বর) রাতে এসব নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সাবেক ইউপি চেয়ারম্যান আদেশ আলী সরদার, জেলা পরিষদের সদস্য রায়হান কবির টিটু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর নওশের আলী, যুবনেত্রী রুনা খাতুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।