ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিকরগাছায় ১২ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
ঝিকরগাছায় ১২ পিস স্বর্ণের বারসহ যুবক আটক ঝিকরগাছায় ১২ পিস স্বর্ণের বার, ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের ঝিকরগাছায় ১২ পিস স্বর্ণের বারসহ সাইফুল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

রোববার (০৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে জেলা ঝিকরগাছার কায়েমখোলা বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক সাইফুল শার্শার লক্ষণপুর গ্রামের বাসিন্দা।

যশোর জেলা ডিবির পরিদর্শক মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভারতে পাচারের উদ্দেশে সাইফুল সুকৌশলে জুতার মধ্যে ১২ পিস স্বর্ণের বার সেট করে সীমান্তে রওয়ানা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কায়েমখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

অভিযানকালে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা পুলিশের ঝিকরগাছা সার্কেলের সহকারী পুলিশ সুপার ও ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।