রোববার (০৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের বড়হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৃষ্টি খাতুন পাবনার সাঁথিয়া উপজেলার করমজা মধ্যপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল উদ্দিন বাংলানিউজকে জানান, বৃষ্টি সন্ধ্যায় শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ে বাস থেকে নেমে সন্দেহজনক ভাবে চলাফেরা করছিলেন। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কথায় অসঙ্গতি পাওয়া যায়। এক পর্যায়ে তার কাছে থাকা কলেজ ব্যাগটি তল্লাশি করে ৬৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এনটি