রোববার (০৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে ফারুক মিয়া (২২) ও পলাশবাড়ী উপজেলার ঝাপড় গ্রামের বাদশা মিয়ার ছেলে বাবুল মিয়া (২৭)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে জানান, রাতে মোটরসাইকেলে দুই জন আরোহী মহাসড়ক দিয়ে কোমরপুর হয়ে বাড়ি ফিরছিলেন। এসময় রাজশাহী থেকে রংপুরগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এনটি