সনাতনি এসব প্রচারণা পদ্ধতির বদলে ডিজিটাল বা এলইডি সাইনে প্রচারণা চালাতে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকন।
ডিএসসিসি এলাকার কারওয়ানবাজার সার্ক ফোয়ারা থেকে বাংলামোটর, হোটেল রূপসী বাংলা, কাকরাইল, মৎস্য ভবন হয়ে সচিবালয় পর্যন্ত সড়কে এবং শাহবাগ এলাকায় এলইডি সাইনগুলোর মাধ্যমে নির্দিষ্ট ফি দিয়ে প্রচারের ব্যবস্থা করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
মেয়র সাঈদ খোকনের এ সংক্রান্ত চিঠি সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে।
এতে বলা হয়েছে, ‘রাজধানী নগরী ঢাকা আমার আপনার সকলের। তাই এ নগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদের সকলেরই দায়িত্ব। বিশেষত এ নগরীকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্বগুলোর অন্যতম। তাছাড়া এ নগরীকে সার্বক্ষণিক সুন্দর ও পরিচ্ছন্ন রাখার বিষয়টি নিশ্চিত করতে ডিএসসিসি’র প্রতি সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা রয়েছে’।
নির্দেশনার কথা স্মরণ করিয়ে চিঠিতে বলা হয়, ‘এ নির্দেশনা প্রতিপালনের স্বার্থে মন্ত্রণালয় ও অধীনস্থ পরিদফতর/বিভাগ আয়োজিত বিভিন্ন দিবস পালন/অনুষ্ঠানের প্রচারণা ব্যানার, ফেস্টুন, পোস্টার, লিফলেট, কাট-আউট ইত্যাদির মাধ্যমে না করে ডিএসসিসি’র সঙ্গে সমন্বয়পূর্বক প্রচারের বিষয়ে অনুরোধ করা হয়েছিল। এতদসত্ত্বেও লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন মন্ত্রণালয় ও অধীন পরিদফতর/বিভাগ আয়োজিত বিভিন্ন দিবস পালন/অনুষ্ঠানের প্রচারণায় ব্যানার, ফেস্টুন, পোস্টার, লিফলেট, কাট-আউট ইত্যাদি লাগানোর বিষয়ে অনুমতি চেয়ে ডিএসসিসিতে আবেদন করা হচ্ছে’।
‘ডিএসসিসি’র এ ধরনের প্রচারণায় ব্যানার, ফেস্টুন, পোস্টার, লিফলেট, কাট-আউট, দেয়াল লিখন ইত্যাদির অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত থাকায় এ ধরনের অনুমতি চেয়ে আবেদন না করার বিষয়ে তার মন্ত্রণালয় ও অধীনস্থ পরিদফতর/বিভাগের সংশ্লিষ্ট সকলকে পরামর্শদানে পুনরায় অনুরোধ করা হলো’।
চিঠিতে বলা হয়, ‘মন্ত্রণালয় ও অধীনস্থ পরিদফতর/বিভাগ আয়োজিত বিভিন্ন দিবস পালন/অনুষ্ঠানের প্রচারণার প্রয়োজন হলে প্রচারিতব্য বিষয়ের সফট কপিসহ প্রচারিতব্য সময়ের জন্য নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন করা হলে ডিএসসিসি সার্ক ফোয়ারা থেকে বাংলামোটর, হোটেল রূপসী বাংলা, কাকরাইল, মৎস্য ভবন হয়ে সচিবালয় পর্যন্ত সড়কে এবং শাহবাগ এলাকায় বিদ্যমান এলইডি সাইনগুলোর মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবে’।
‘সম্প্রতি এসব এলাকায় রাস্তার পাশে ছোট ছোট পিলারের ওপরে এলইডি সাইন বসানো হয়েছে, যাতে বিজ্ঞাপন ও বিভিন্ন প্রচারণা চোখে পড়ছে। এতে এসব এলাকায় নান্দনিক সৌন্দর্য ফুটে উঠেছে’।
চিঠিতে ডিএসসিসি’র সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রণালয় ও অধীনস্থ পরিদফতর/বিভাগের সংশ্লিষ্ট সকলকে অবহিত করার বিষয়ে সহযোগিতাও চান মেয়র খোকন।
এ চিঠির পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামানকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মহানগরের সকল সরকারি স্কুল-কলেজের প্রধান, জেলা শিক্ষা কর্মকর্তা এবং থানা/উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে রোববার (০৫ নভেম্বর) অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত চিঠিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এমআইএইচ/এএসআর