রোববার (০৫ নভেম্বর) দিনগত রাত একটার দিকে খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন বাপ্পা বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর একজন রিকশাচালক শরিফ আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
শরিফ আহমেদ সাগরের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায়। তিনি সুপ্রিম কোর্টে আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। স্ত্রী রুনা আক্তারকে নিয়ে ঢাকাতেই থাকতেন তিনি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিয়ষটি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এজেএস/এমইউএম/এমএ