ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে এমবিএ শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
বিদ্যুৎস্পৃষ্টে এমবিএ শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: রাজধানীর বংশাল থানার আগা সাদেক রোডের একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমবিএ শিক্ষার্থী মোহাম্মদ আলীর (২৮) মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

সোমবার (০৬ নভেম্বর) সকাল ৯টার দিকে আগা সাদেক রোডের ৯৬ নম্বর বাড়ির ৫মতলার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হন মোহাম্মদ আলী। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মোহাম্মদ আলীর বাবা আফজাল হোসেন জানান, তার ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমবিএ'র ছাত্র। বংশালের ওই নিজস্ব বাড়ির ৫মতলায় থাকেন তারা। সকালে বাসার ছাদে গেঞ্জি শুকাতে দেন আলী। কিছুক্ষণ পরে ছাদে গিয়ে দেখেন, গেঞ্জিটি বাইরের সানশেডে পড়ে গেছে। রড দিয়ে গেঞ্জিটি টেনে আনার সময় পাশে থাকা বিদ্যুতের তারের সঙ্গে রডের সংস্পর্শ ঘটে। এতে স্পৃষ্ট হয়ে ছাদেই অচেতন হয়ে পড়ে যান আলী।

সঙ্গে সঙ্গে স্বজনেরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এজেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।