ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিপিএল নিয়ে বাজিতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
বিপিএল নিয়ে বাজিতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন নাসিম উদ্দিন

ঢাকা: চলমান বিপিএল আসরের খেলা নিয়ে বাজি ধরে রাজধানীর মধ্যবাড্ডায় নাসিম উদ্দিন (২৪) নামে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুন হয়েছেন।

সোমবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মধ্যবাড্ডার পোস্ট অফিসের গলিতে ছুরিকাঘাতে তাকে খুন করা হয়। নাসিম মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী ছিলেন।

তিনি মধ্যবাড্ডারই বাসিন্দা সাইফদ্দিনের ছেলে।

সাইফদ্দিন বাংলানিউজকে বলেন, ‘রোববার (৫ নভেম্বর) রাতে আমাদের বাড়ির সামনে বিপিএল খেলা নিয়ে অনেকে বাজি ধরে। এ নিয়ে তর্কাতর্কি হলে রমজান নামে এক ব্যক্তিকে থাপ্পড় মারে আমার ছেলে। খবর পেয়ে সেখানে আমি গেলে রমজানের লোকজন আমাকে থাপ্পড় মারে। তার জের ধরে সকালে নাসিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় এক যুবক। ’

স্থানীয়রা তাৎক্ষণিক নাসিমকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭/আপডেট ১৪২১ ঘণ্টা
এজেডএস/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।