সোমবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার উদয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
আহতরা পরীক্ষার্থীরা হলো- লাইজু আক্তার, আকলিমা, হেলাল, মৌসুমি ও সোহাগ।
কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে ওই জেএসসি পরীক্ষার্থীরা সিএনজি চালিত অটোরিকশাযোগে তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন জেএসসি পরীক্ষার্থীসহ অটোরিকশার চালক আহত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ৪ জন পরীক্ষার্থী তাদের পরীক্ষায় অংশ নেয়। তবে দুর্ঘটনায় গুরুতর আহত লাইজু আক্তার লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসআরএস