সোমবার (০৬ নভেম্বর) দুপুরে রাফিকুল তার ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরে খবর পেয়ে বিকেল ৪টার দিকে রামদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রাফিকুলের হাতে তিমি মাছ আঁকা ও তার বুকে সাংকেতিক চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন রামদিয়া তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) মো. শামিম উদ্দিন।
তিনি বাংলানিউজকে জানান, কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজার এলাকায় স্কুল শিক্ষক সৌরভ তালুকদারের সঙ্গে থেকে লেখাপড়া করত রাফিকুল। সোমবার দুপুর ১টার দিকে ঘরের দরজা ভেঙে রাফিকুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার ভাই ও অন্যান্যরা। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনূর হোসেন বাংলানিউজকে জানান, রাফিকুল ব্লু হোয়েল গেমে আসক্ত হয়ে আত্মহত্যা করেছে। ল্যাপটপের মাধ্যমে সে এ গেম খেলেছিল। ল্যাপটপটি জব্দ করে থানায় আনা হয়েছে।
তিনি আরো জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ/আরএ