বুধবার (০৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের কাঁচিঝুলি ইটাখলা রোড এলাকার অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন।
ময়মনসিংহের ওষুধ তত্ত্বাবধায়ক মো. সাখাওয়াত হোসেন রাজু বাংলানিউজকে জানান, অনুমোদনবিহীন গবাদি পশুর ওষুধ উৎপাদনের দায়ে এপি ফার্মা নামে ভেটেরিনারি মালিককে ৮০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জরিমানা আদায়ের পর ওই কারখানা থেকে পাঁচ থেকে সাত লাখ টাকা মূল্যের ওষুধ তৈরির কাঁচামাল ও তৈরিকৃত ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়। এ অভিযানের পর পরই একই এলাকার ভেজাল মধু তৈরির অভিযোগে এ কে কেমিক্যালের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) এর সহকারী পুলিশ সুপার (এএসপি) গৌতম দেব ।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমএএএম/এএটি