ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও রাজধানীর রামপুরায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৭ নভেম্বর) মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ রায়হান কবির ওরফে রায়হান ওরফে বাবু ওরফে নাঈম ওরফে সাইকো মার্শালকে (২৮) আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র, জঙ্গিবাদি বই ও লিফলেট জব্দ করা হয়।

পরে তার দেওয়া তথ্যমতে রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে মো. ফয়সাল রহমান ওরফে মোয়াজ ওরফে আবু দোজানাকে (২৯) জঙ্গিবাদি লিফলেটসহ আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।