বুধবার (৮ নভেম্বর) বিকেলে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৭ নভেম্বর) মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ রায়হান কবির ওরফে রায়হান ওরফে বাবু ওরফে নাঈম ওরফে সাইকো মার্শালকে (২৮) আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যমতে রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে মো. ফয়সাল রহমান ওরফে মোয়াজ ওরফে আবু দোজানাকে (২৯) জঙ্গিবাদি লিফলেটসহ আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
জিপি