ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে ভুয়া ডিবি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
শ্রীমঙ্গলে ভুয়া ডিবি আটক

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আব্দুল আহাদ (২৪) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (০৭ নভেম্বর) রাতে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের ‘ছ’ বগি থেকে তাকে আটক করা হয়। বুধবার (০৮ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বিষয়টি জানান।

 

আব্দুল আহাদ সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ কে এমম টিলা এলাকার আফতার আলীর ছেলে।

আবু বকর সিদ্দিক জানান, মঙ্গলবার রাতে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের ‘ছ’ বগিতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কয়েকজন ছেলে-মেয়েকে ডিবি পরিচয় দিয়ে আহাদ উত্ত্যক্ত করার সময় তাকে আটক করা হয়। বর্তমানে তাকে চট্টগ্রাম রেলওয়ে থানায় আটক করে রাখার পর সকালে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নিয়ে আসা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।