বুধবার (০৮ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিশ্ব ইতিহাসের অনন্য দলিল হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ায় আওয়ামী লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী কাদের বলেন, বিবিসির জরিপে ৩৫ কোটি বাঙালির মধ্যে শ্রেষ্ঠ বাঙালির তালিকায় প্রথম হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৎকালীন রেসকোর্স ময়দানে তার দেওয়া ভাষণে বিশ্বের নিপীড়িত স্বাধীনতাকামী মানুষকে উজ্জীবিত করে। এবার এই ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি অতীতের সব স্বীকৃতিকে ছাড়িয়ে গেছে।
‘পৃথিবীর বিখ্যাত ভাষণগুলো ছিলো লিখিত পাণ্ডুলিপি। আর বঙ্গবন্ধুর ভাষণ ছিলো সম্পূর্ণ উপস্থিত বক্তৃতা। সংক্ষিপ্ত ১৭ মিনিটের ভাষণে তিনি অতীতের ইতিহাস, বর্তমানের করণীয় ও স্বাধীনতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। ’
বঙ্গবন্ধুর চরিত্র হননের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করে বারবার আঘাত করা হয়েছে। টুঙ্গিপাড়া, ধানমন্ডির ৩২ নম্বর, বাংলাদেশ বেতার, টেলিভিশন সবকিছুতে বঙ্গবন্ধু ছিলেন নিষিদ্ধ! কিন্তু টুঙ্গিপাড়া আজ বহু বাঙালির তীর্থ ক্ষেত্র, ধানমন্ডির ৩২ নম্বর বহু বাঙালির মিলনস্থল।
‘বঙ্গবন্ধুকে খাটো করতে গিয়ে স্বাধীনতার ঘোষকের সঙ্গে পাঠককে এক করা হয়েছে। স্বাধীনতার ঘোষণাপত্রে যিনি মহানায়ক স্থপতি তিনিই ঘোষক,’ বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) আওয়ামী লীগের উদ্যোগে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দু’টি বিতরণ করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ঢাকা বিশ্ববিদালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ করবে আওয়ামী লীগ। সেখানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এসকেবি/এমএ/