ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ব সেরা ‘রাজশাহী’ নিয়ে হচ্ছে ডকুমেন্টারি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
বিশ্ব সেরা ‘রাজশাহী’ নিয়ে হচ্ছে ডকুমেন্টারি  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: বায়ু দুষণ রোধে রাজশাহী বিশ্বের সেরা নগরী হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ নিয়ে একটি ডকুমেন্টারি নির্মাণ করতে রাজশাহী এসেছে অস্ট্রেলিয়ার ম্যাডম্যান প্রোডাকশন হাউজের একটি প্রতিনিধিদল। 

বুধবার (০৮ নভেম্বর) দুপুরে সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করে প্রতিনিধি দলটি।  

ডকুমেন্টারি নির্মাণের অংশ হিসেবে শুধু রাজশাহী-ই নন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলও সফর করছেন তারা।

 

মেয়র বুলবুল প্রতিনিধি দলকে জানান, রাজশাহীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্মার্ট সিটি গড়তে মহানগরীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন, আধুনিক কসাইখানা নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নে সেকেন্ডারি স্টেশন স্থাপনসহ নানা প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ করেন তিনি।  

গ্রিন সিটি, ক্লিন সিটি, এডুকেশন সিটি ও হেলদি সিটি হিসেবে রাজশাহীকে গড়ে তুলতে কাজ করা হচ্ছে বলেও জানান মেয়র বুলবুল।  

প্রতিনিধি দলে ছিলেন- ম্যাডম্যান প্রোডাকশন হাউজের পরিচালক ড্যামন জোসেফ, রজলিন, হিউমিলার, নাহিদ মাসুদ, নাইমুল আলম প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, মেয়রের একান্ত সচিব ওয়ালিদ হাসান মাহমুদ, ব্যক্তিগত সহকারী আনোয়ার সাটিয়ার মধুও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এসএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।