বুধবার (৮ নভেম্বর) বিকেলে শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
মুজিবর রহমান সদর উপজেলার চকআন্ধারিয়া গ্রামের কুতুব আলীর ছেলে।
আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৪ সালের ২৯ জুলাই ঈদের দিন সদর উপজেলার হাওড়া এলাকার এক মাদ্রাসা ছাত্রী খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল। পথে পার্শ্ববর্তী আমতলি এলাকা থেকে মুজিবর তাকে অপহরণ করে ধর্ষণ করেন। ওই ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এসআই