বুধবার (০৮ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুড়িগ্রাম জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাংবাদিক আহসান হাবীব নীলু, সাংবাদিক সমিতির সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর হাট খোলাপাড়া এলাকার আব্দুল্যাহ মিয়ার ছেলে সুমন মিয়ার (২৪) বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ছবি বিকৃত করার অভিযোগে মামলা করেন স্থানীয় যুবলীগ নেতা শাহ কামাল। প্রভাবশালীদের প্ররোচণায় পুলিশ মামলায় সাংবাদিক আনিছুরকে বাদী হতে চাপ দেয়। তিনি রাজি না হওয়ায় দুই মাস পর ওই মামলায় তাকে ২ নম্বর আসামি করা হয়। পরে গত ৩১ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রৌমারী উপজেলার কর্তিমারী বাজারের নিজ বাসা থেকে সাংবাদিক আনিছুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
মামলার মূল আসামিকে গ্রেফতার না করে সাংবাদিক আনিছুর রহমানকে ফাঁসিয়ে কুড়িগ্রাম আদালতে হাজির করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
মানববন্ধন থেকে অবিলম্বে সাংবাদিক আনিছুর রহমানের নাম মামলা থেকে প্রত্যাহার ও তাকে মুক্তি দেওয়ার দাবি জানান সাংবাদিকরা।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এফইএস/ওএইচ/এএসআর