বুধবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুকলেছুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার শাহপুর এলাকার মৃত হরিলাল রবিদাসের ছেলে সুনীল রবিদাস (৩৫) ও হরিলাল রবিদাস (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. খায়রুল আলম বাংলানিউজকে বলেন, বিকেলে শাহপুর এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরবি/