ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে মাদক সেবন-সংরক্ষণের দায়ে ২ ভাইয়ের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
মাধবপুরে মাদক সেবন-সংরক্ষণের দায়ে ২ ভাইয়ের কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে দুই ভাইকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড‍াদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুকলেছুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার শাহপুর এলাকার মৃত হরিলাল রবিদাসের ছেলে সুনীল রবিদাস (৩৫) ও হরিলাল রবিদাস (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. খায়রুল আলম বাংলানিউজকে বলেন, বিকেলে শাহপুর এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।