বুধবার (৮ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত অবৈধভাবে ভরাট করা তীরভূমি রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি এক্সকেভেটরে মেশিন (ভেকু) দিয়ে নদীর তীর ভরাটের কাজে ব্যবহৃত একটি ড্রেজার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. গুলজার আলীর তত্ত্বাবধায়নে ও উপ-পরিচালক শহীদউল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক শিরিন আক্তার ও মো. শাহ আলমসহ বিআইডব্লিউটিএ’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক আনসার সদস্য।
যুগ্ম-পরিচালক গুলজার আলী বাংলানিউজকে বলেন, উচ্ছেদ অভিযানে একটি ড্রেজারও কয়েকটি জেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, নদী দখলকারীরা যতোই শক্তিশালী হোক না কেনো তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। নদীকে দখলমুক্ত রাখতে বিআইডব্লিউটিএ বদ্ধপরিকর।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
জিপি