ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৯ নভেম্বরের বিএমএ নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
গাজীপুরে ৯ নভেম্বরের বিএমএ নির্বাচন স্থগিত

গাজীপুর: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গাজীপুর জেলা শাখা কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) এ নির্বাচন হওয়ার কথা ছিল।

বুধবার (০৮ নভেম্বর) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব স্বাক্ষরিত এক আদেশে নির্বাচনী তফসিল ও শাখার সকল কার্যক্রম স্থগিত করা হয়।

জানা যায়, গাজীপুর জেলা শাখার বিএমএ নির্বাচনী কমিটির আহ্বায়ক ডা. মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে পক্ষ নেওয়ার অভিযোগ, ভোটার তালিকা প্রণয়নে অনিয়ম ও অন্য সভাপতি প্রার্থীর বিরুদ্ধে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি বরাবর লিখিত অভিযোগ করেন সভাপতি প্রার্থী ডা. মো. মনিরুজ্জামান।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডা. প্রণয় ভূষন দাস বাংলানিউজকে জানান, নির্বাচন কমিশনারের পক্ষপাত আচরণের কারণে কেন্দ্রীয় কমিটি নির্বাচন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন গাজীপুর শাখার সকল কার্যক্রম স্থগিত করে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানিয়েছে।  

নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ডা. মো. আমির হোসেন রাহাত বাংলানিউজকে জানান, পরাজয় নিশ্চিত জেনে প্রতিদ্বন্দ্বী সভাপতি পদপ্রার্থী ডা. মো. মনিরুজ্জামান নির্বাচন স্থগিত করতে মিথ্যা অভিযোগ দিয়েছেন।  

গাজীপুর বিএমএ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. মো. আব্দুল কাদের বাংলানিউজকে জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশে বিএমএ নির্বাচন স্থগিত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭     
আরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।