বুধবার (৮ নভেম্বর) ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় বর্তমান মেয়রের বিরুদ্ধে অভিযোগ তুলে এ আন্দোলনের হুমকি দেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, রংপুর সিটি বাজারের পুরাতন ফলপট্টির ৩টি দোকান পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত মালিককে বুঝিয়ে না দিয়ে নানা ভাবে হয়রানি করা হচ্ছে।
সিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল মোস্তফার সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ, মো. হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সহ-সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হায়দার, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, দফতর সম্পাদক আলাউদ্দিন, ধর্ম সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সিরাজ মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম, মহুবার রহমান মঞ্জু , রাজু মোল্লা, বিপ্লব হোসেন, শফিকুল ইসলাম শফি, দুলাল মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরআইএস/