ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রসিক মেয়রের বিরুদ্ধে আন্দোলনের হুমকি ব্যবসায়ীদের

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
রসিক মেয়রের বিরুদ্ধে আন্দোলনের হুমকি ব্যবসায়ীদের রসিক মেয়রের বিরুদ্ধে আন্দোলনের হুমকি ব্যবসায়ীদের। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র সরফুউদ্দিন আহম্মেদ ঝন্টুর বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিয়েছে রংপুরের ব্যবসায়ী সংগঠন রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির নেতারা।

বুধবার (৮ নভেম্বর) ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় বর্তমান মেয়রের বিরুদ্ধে অভিযোগ তুলে এ আন্দোলনের হুমকি দেন।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, রংপুর সিটি বাজারের পুরাতন ফলপট্টির ৩টি দোকান পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত মালিককে বুঝিয়ে না দিয়ে নানা ভাবে হয়রানি করা হচ্ছে।

এছাড়া ২৬টি দোকান নির্মাণ ব্যয় বাবদ এক লাখ টাকা করে সাড়ে ২৫ লাখ টাকা নেওয়া হয়েছিল। অবিলম্বে তা ফেরত দিতে হবে। যদি না দেওয়া হয় তবে আগামী শনিবার (১১ নভেম্বর) রংপুর সিটি বাজারসহ সর্বস্তরের ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল মোস্তফার সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ, মো. হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সহ-সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হায়দার, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, দফতর সম্পাদক আলাউদ্দিন, ধর্ম সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সিরাজ মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম, মহুবার রহমান মঞ্জু , রাজু মোল্লা, বিপ্লব হোসেন, শফিকুল ইসলাম শফি, দুলাল মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।